আমি গান শুনতে খুব ভালোবাসি সব ধরনের গান আমি শুনি... " সংগীত ...দুটো আত্মার মধ্যেকার দূরত্ব কে পূরণ করে " আমি সময় পেলেই ভালো গান শুনি ,ভালো লাগে. আমাদের রোজকার জীবনে খুশি, আনন্দ ,ব্যথা,বেদনা ,এই ছোট ছোট অনুভূতিগুলো যখন তখন চলে আসে ,দেখবে কোনো কারণ ছাড়াই আমরা মন খারাপ করি,তখন কিছুই ভালো লাগে না,মুড অফ থাকে,সেই সময় তুমি যদি ভালো গান শোনো দেখবে সব কেমন ভালো লাগতে শুরু করে ,মনটা খুশিতে ভোরে ওঠে .তাই আমি বলি কি...নিজের জন্য সময় বের করে নিজেকে সময় দাও.নিজেকে ভালো রাখাটা তোমার দায়িত্ব. আমরা মেয়েরা সকাল থেকে কেবল পরিবারের কথা চিন্তা করি,তারা কি খাবে,তাদের কিসে ভালো হবে...তুমি কি খাবে?... তোমার কিসে ভালো লাগবে ,সে চিন্তা করো কি? আমাদের মা কাকিমাদের দেখেছি ,তারা পরিবারের চিন্তা করে নিজেদের সমস্ত ইচ্ছা কে মনের ভেতর চেপে রাখতো. কিন্তু আমরা তা করবো না.আমরা নিজেদের মতো করে বাঁচবো.নিজেদের যা ভালো লাগে,যাতে আমরা খুশি পাবো,সেটাই করবো. সেটা যাই হোক,আলমারি থেকে নতুন কাপড় বের করে ইচ্ছেমতো ঘুরে আসায় হোক বা বন্ধুদের সাথে হোয়াটস্যাপ চ্যাট হোক কিংবা গান শোনাই হোক... নিজেদের জায়গা নিজেকেই খুঁজে বের...