Evargreen  বোরোলিন


বোরোলিন এমনই এক ক্রিম যা আমাদের রোজকার জীবনের সাথে জড়িয়ে আছে।কাটা ছড়া তো আছেই প্রসাধনি হিসেবেও ব্যাবহার হয়।

ছোট বেলায় ঠাকুমা কে দেখেছি,তারপর মাকে দেখেছি এখন আমি নিজেও বোরোলিন ব্যাবহার করি।ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত বোরোলিন আমার কাছেই থাকে।বিছানায় বালিশের পাশে,রান্নাঘরের তাকে,ভ্যানিটি ব্যাগে,পড়ার টেবিলে ড্রেসিং টেবিলে কোথায় নেই!!!

আমার ঘরের সর্বত্র  বোরোলিন বিরাজমান ।

বঙ্গ জীবনের অঙ্গ চিরসবুজ চিরকালিন বোরোলিন  সত্যি সত্যিই এভারগির্ন।গন্ধে বর্ণে ওর জুড়ি মেলা ভার।

কত জিনিস বাজারে আসে যাই,কিন্তু  বোরোলিন সেই আদি অনন্ত কাল ধরে প্রতিটি ঘরে ঘরে আছে ও থাকবে ।এর কোনও বিকল্প  নেই। লাভ ইউ বোরোলিন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

উরো চিঠি 💌

চুসি পিঠে

মোচার ডালনা