gurudev
শুভ জন্মদিন
আজ পূর্ণিমার রাত। সামনের মন্দিরে পুজো হচ্ছে। কাঁসর ঘন্টার আওয়াজ দুর থেকে শোনা যাচ্ছে।
মন্দিরে গিয়ে দেখি ছোট ছোট ছেলেমেয়েদের দল পাতা পেড়ে খেতে বসেছে।তাদের আজ খুব আনন্দ। লুচি পায়েস পোলাও মিষ্টি আরও অনেক কিছুই খাচ্ছে।
পুরোহিতের সাথে কথা বলে জানতে পারলাম,কোনও এক সাহেব এই খাবারের আয়োজন করেছেন।
মন্দিরের অন্য প্রান্তে দুঃস্থ মানুষদের কম্বল বিতরণ করা হচ্ছে। এক বৃদ্ধা দুহাত দিয়ে আশীর্বাদ করছেন। তাদের আজ বড় আনন্দের দিন। প্রতি বছর তারা এই দিনের জন্য অপেক্ষা করে থাকেন।
ওই ভিড়ের মাঝেই এক ভদ্রলোক এগিয়ে এসে পুরোহিত মশাই কে বললেন*দেখবেন কেউ যেন
অভুক্ত না থাকে।আমার মায়ের নির্দেশ*
মন্দির প্রাঙ্গণ তখন পূর্ণিমার আলোয় ঝলমল করছে।পুরোহিত ভদ্রলোককে আশ্বস্ত করে বললেনমায়ের সু সন্তান তুমি ,তোমার মায়ের আদেশ মতই কেউ এখান থেকে অভুক্ত হয়ে যাবে না।
বিজয়ী ভব।পূর্ণিমার আলোয় আলোকিত মন্দিরে তখন গানের সুর শোনা যাচ্ছে।*চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো
ও রজনীগন্ধা তোমার গন্ধ সুধা ঢালো*
সোমা গাঙ্গুলী
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন