আজব শখ👴
আজব শখ👴
দাদু - সব নাতি নাতনিরে খবর দাও,আমি আবার ছাদনাতলা যাব।🙄
দিদা- তোমার ভিমরতি হয়েছে নাকি?
দাদু- কেন? ভিমরতি হইবো কেন্।
বিদেশে 94 বছর বয়সেও বিয়ে হচ্ছে। আমি করলেই ভিমরতি?😎😎
দিদা- আমাকে বৃন্দাবন পাঠানোর ব্যাবস্থা কর।
আমি বৃন্দাবন যাব।
দাদু- আমার কথাই শেষ কথা,বিয়ে আমি করবই।
দিদা- পাত্রী কে শুনি?
দাদু- তোমারে বলবো কেন্?
আমি- ওহ্ তোমরা চুপ করবে , প্লিজ 👿
কিছুক্ষণ পর
দাদু- কই গো -----চা দেবে না----।
দিদা- দিচ্ছি দিচ্ছি
এই বুড়ো বয়সে আমি ছাড়া তোমার সেবা করবে কে শুনি?
দাদু- (চা খেতে খেতে) গিন্নি-------বাজার দর একটু খতিয়ে দেখছিলাম আর কি।
দিদা- তোমার বাজার দর তলানিতে ঠেকেছে, বুঝলে।👵
দাদু-চলো---
দিদা- কোথায়?
দাদু- ছাদনাতলা(হাহাহা)👴👵
👴 সোমা গাঙ্গুলী
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন