পাশে আছি

  পাশে আছি 😇🥀


আমি ঋষা,কলেজে পড়াই।অনলাইন সাইটে বিয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছি।প্রাই প্রতিদিনই পাত্রপক্ষ আমাদের বাড়িতে পাত্রী দেখতে আসে। প্রাথমিক আলাপ চারিতা পর্ব শেষ হলে,ইতিউতি  কথার পর সকল পাত্রপক্ষই এক ই কথা বলে,"মেয়ের রং কালো"।

ছোট বেলা থেকেই শুনে আসছি,আমার রং কালো,আমার কি করে বিয়ে হবে।ইত্যাদি ইত্যাদি।পড়শি কাকিমাদের বলতে শুনেছি"খুব গুণের মেয়ে,মুখখানা ভারিমিস্টি ", শুধু গায়ের রঙ  টাই যা কালো"।🙄

আমার কিন্তু আমার রঙ নিয়ে কোনও মাথাব্যথা নেই। আমার বিয়ে হল আর না হল তাতে আমার কিচ্ছু যাই আসে না।আমি আমাকে নিয়ে খুব খুশি। 🥰

যাইহোক কোনও এক বৈশাখী  সন্ধ্যায় আমার বিয়ের ঠিক হল।পাত্রপক্ষ দেখে,শুনে আমায় পছন্দ করেছে।

বিয়ের পর দিন শ্বশুরবাড়ি এলাম। শাশুড়িমা সকলের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিচ্ছেন। তারই মধ্যে 

একজন কাকিমা অন্য এক ভদ্রমহিলা কে বলছেন"নতুন বৌমার রঙ কালো---- শেষ পর্যন্ত কালো বউ বিয়ে করে আনলে "।তাদের কথাবার্তা আমাকে নতুন করে কোনও আঘাত করেনি।এসব কথা শুনে তো আমি অভ্যস্ত ছিলাম। 😇

আমার স্বামী,যার সঙ্গে আমার তখন ভালোকরে আলাপ  ও হয়নি,উনি হঠাৎ আমার  কাছে এসে চোখের ভাষায় জানিয়েদিলেন আমি তোমার  পাশে আছি।❤ "সিঁদুরের  কৌটো"টা যেটা আমি গাড়িতে রেখে এসেছিলাম, সেটা আমার হাতে দিয়ে বললেন,"এটা যত্ন করে রাখো"।বাড়ির লোকজনের সামনে আমার হাত ধরে বললেন  ,"চলো আজ  একসাথে খাব""।মন খারাপ করার কোনও দরকার নেই, আমি তোমার পাশে আছি আর সবসময়ই  থাকবো"।

আমার নিজের প্রতি আত্মবিশ্বাস দ্বিগুণ বেড়েগেল।বুঝতে পারলাম জীবনসাথি হিসেবে যাকে পেয়েছি সে মানুষ কে


গায়ের রঙ দেখে বিচার করে না ।
😍😍😍😍

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

উরো চিঠি 💌

চুসি পিঠে

মোচার ডালনা