মা

 

মা, তোমার মত এত আদর

কেউ তো করে না!

এত সুখ এত শান্তি কোথাও পাই না।

তোমার হাতের ছোঁয়া পেলে

ঘুম আসে মা চোখের কোলে

হাত বুলিয়ে চুমু খেয়ে

আদর করে নিলে ডেকে।

কোন যাদুতে জুড়িয়ে দিলে

সকল ব্যাথাখানি!!


প্রাণ জুড়ালো,মন জুড়ালো

তোমায় দেখে মা!!!!

সবার প্রিয় তুমি মা গো

তুমি আমার  মা!!!!!


শুভ  মাতৃ দিবস

♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

উরো চিঠি 💌

চুসি পিঠে

মোচার ডালনা