বৃষ্টির দিনে (তুমি আর আমি)

 একটু আগেই বৃষ্টি বন্ধ হয়েছে।ঘরের বাইরে সুন্দর ঠান্ডা হাওয়া বইছে।মনে বেশ খুশি খুশি ভাব।সোঁদা মাটির গন্ধ পাওয়া যাচ্ছে। 

বাড়ির কাচের জানালা দিয়ে

বৃষ্টির জল গড়িয়ে পড়ছে।এরকম ঠান্ডার দিনে গরম গরম বেগুনি ফুলুরি ভাজাভুজি খেতে পেলে তো মেজাজ বেশ ফুরফুরে লাগবেই ।😍😍


গরম চা সঙ্গে বেগুনি নিয়ে ব্যালকনিতে বসে আছি,🍻 সুন্দর বেলি ফুলের গন্ধ  হাওয়ায়  ভেসে এল ।বেলি ফুলের মিষ্টি গন্ধে চারদিকে ম ম করছে।🌾🌸

একটা সুন্দর রোমান্টিক পরিবেশ তৈরি হয়েছে।💑


এ রকম  মায়াবী  রাতে প্রিয়জন যদি একগুচ্ছ ফুল  উপহার দেয় তাহলে তো আর কথাই নেই। এই মায়াবী রাত আরও বেশী রোমান্টিক হয়ে উঠবে ,চিরস্মরণীয় হয়ে থাকবে।🎎


বৃষ্টির রিমঝিম, সঙ্গে ফুলের তোড়া আর অবশ্যই গরম গরম বেগুনি,ফুলুরি উফ্ যাস্ট  ভাবা যায় না।

জীবনের এই রঙিন মুহূর্ত গুলো আরও রঙিন হয়ে উঠবে।

 ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত 


বসন্তের একঝলক রঙিন মুহূর্ত জীবনের অনেক কিছুই পাল্টে দেয়।ছোট ছোট মুহূর্ত গুলো আমাদের নতুন করে বাঁচতে শেখায়।🥰🥰🥰


রিমঝিম বৃষ্টির মাদকতায়  প্রিয় মানুষের সঙ্গে কখন যে সময় পেরিয়ে যায় তা বুঝতে পারা যায় না।তখন মনে হয় বৃষ্টি তুমি ঝরো অঝোর ঝরে🌧🌨


বৃষ্টির প্রতিটি ফোঁটা নতুন স্বপ্ন দেখায়।সারাদিন বৃষ্টি পড়ুক আর নতুন কোন স্বপ্নের দেশে নতুন ভাবে প্রিয়জনের সাথে সুন্দর মুহূর্তগুলো উপভোগ করি।দুটি মন   চিৎকার করে বলুক আহা কি আনন্দ আকাশে বাতাসে❤⚘🌷⚘

🌹🌹🌹🌹🌹


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

উরো চিঠি 💌

চুসি পিঠে

মোচার ডালনা