চৈএ সেল

 


ব্যাগ ভর্তি চৈত্র সেল বাজার করে সবে বাড়ি ফিরেছি।

বাজারে ফ্রির ঠেলায় এক  পা ও চলা দায়।🚶এতভিড় যে মনে হচ্ছে সব কিছুই ফ্রি। গিন্নি তো চৈএ সেলে পুজোর শাড়িও কিনেফেলেছে।🥰

সেল,সেল,সেল একটি শাড়ির সঙ্গে আর একটি শাড়ি ফ্রি

গলির  রাস্তায়  টোটা করে মাইকিং চলছে। সুযোগ হাতছাড়া করবেন না।



গিন্নি পাশের বাড়ির বৌদির সঙ্গে দুপুর বেলা চৈত্র সেলের বাজারে গেছে।

 আজ ওর সেলের দ্বিতীয় দিনের বাজার🙄

ঘরের কাপ ডিস থেকে আরম্ভ করে গামছা সবেতেই নাকি সেল চলছে।😳

সেলের ঠেলায় ঠেলাঠেলি  করতে গিয়ে কখন যে ফোন টা পড়ে গেছে তা কারোরই খেয়াল নেই।😔

ঘরে এসে ফেসবুক গসিপ করতে গিয়ে ফোনের খোঁজ পড়েছে।


বাজারে ভিড়ে প্রাণ যাই যাক,তবুও ফোন যেন না যাই।

📱

ভাগ্যিস  বৌদি  ফোন টা দেখতে পেয়ে কুড়িয়ে রেখেছিল। ফোন না পেলে চৈএ সেলের আনন্দটা যে পুরোটাই  মাটি হত।😍ওহ্  চৈত্র সেলের কি বাজার, পুজোর বাজারের থেকেও বেশি ভিড়।🥳🥳🥳🥳


*বছর বছর  ঘুরে আসুক 

চৈত্র ভরা সেল।

নববর্ষ ভালো কাটুক

এটাই করি মেল*❤❤❤❤❤

           

          শুভ নববর্ষ 

সোমা গাঙ্গুলী

❤🌹🌹

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

উরো চিঠি 💌

চুসি পিঠে

মোচার ডালনা