Helo করোনা

 আমি আর তুমি আর 

আছে শুধু ফোন আর 

ফেসবুক হল সঙ্গী। 

যত ভাবি দুরে যাব

ফোন থেকে দুরে রব 

জড়িয়ে পড়েছি তত

কাঁঠালের আঠার মত।


টিভি এখন পুরোনো হয়েছে

আড্ডা হয়েছে ব্যাকডেট

মোবাইল এখন হাতের মুঠোয়

আমরা হয়েছি আপডেট।


সবাই এখন সবজান্তা

সবাই এখন ব্যাস্ত 

জীবন টা তো অনলাইন ভাই

অফলাইন হল সেকেলে।


শিক্ষা এখন অনলাইনে

স্কুল হয়েছে বন্ধ 

বাচ্চাগুলো করেনা এখন 


 কলরব আর দ্বন্দ্ব।

করোনা এসে সঙ্গ নিল

দিল চরম শিক্ষা

সারা জীবন সঙ্গী হল 

পেলাম নতুন দীক্ষা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

উরো চিঠি 💌

চুসি পিঠে

মোচার ডালনা