জাস্ট ইমাজিন
জাস্ট ইমাজিন
মাঝে মাঝে মনে হয় তোকে গিয়ে জড়িয়ে ধরি !!!আদর করি !!! খুব ভালোবাসতে ইচ্ছে করে।মনে হয় হাতে হাত ধরে হাঁটতে থাকি দুজনে ।যে দিকে দুচোখ যায় সেদিকে শুধু তুই আর আমি!!
জুম বলে , কবে যে আসবে সে দিন-------
কি রে ,কিছু বললি না যে--‐
নীল ফোনটা নামিয়ে বলে ,বসের ডাক পড়েছে।চললাম!!!
তুই না একটা হোপলেস ,বুঝলি।
কিছুক্ষন পর বসের রুম থেকে ফিরে এসে নীল বলে ,শোন্ জুম গোয়া যাচ্ছি !!এক সপ্তাহের ট্যুর।চাইলে তুইও যেতে পারিস।
ইমাজিন কর----
গোয়ার বিচে বিকিনি পরে তুই ঘুরে বেড়াচ্ছিস, আর আমি এক হাতে কাজুফেনি নিয়ে গোয়ানিজ্ ডান্স করছি।
যা জমবে না !!! পুরো ট্যুর টা।
জুম বলে হ্যাঁ, একদম জমে ক্ষীর হয়ে যাবে।আমি এতদিন ছুটি পাব না-----।যা খিটখিটে বস্।ছুটি চাইলেই মুখ টা আমাশা রুগির মত হয়ে যাবে।
নীল বলে ,চল না ছুটি ম্যানেজ কর প্লিজ!!!!!
জাস্ট ইমাজিন!!!! গোয়ার বিচে শুধু তুই আর আমি।সারাদিন বিচের ধারে ঘুরে বেড়াবো।
বর্ষাকালে গোয়ার বিচগুলো ভরা যৌবনে পা রাখা সুন্দরী যুবতীর মত উত্তাল ,উদ্যোমে ভরা ।প্রকৃতি যেন ঢেলে সাজিয়েছে।
সারাদিন জলকেলি আর সন্ধ্যেবেলা বিচের ধারে ক্যান্ডেল লাইট ডিনার। উফ্ !!!!!!ভেবেই কি ভালো লাগছে।
মনে হচ্ছে এক্ষুনি উড়ে চলে যাই সুন্দরী কল্লোলিনী গোয়ার বিচে।
শুধু তুই আর আমি!!!!!!
সোমা গাঙ্গুলী
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন