প্রেমে পড়া❤️

হটাৎ ঘুম ভাঙতেই ফিসফিস শব্দ শুনতে পেলাম।ছেলের ঘর থেকেই শব্দ আসছে মনে হল। ধীরে ধীরে দরজা খুলছি, দরজার ক্যাচ শব্দ পাওয়া মাত্রই ছেলে ঘুমের ভান করে পড়ে রইল।একদিন হাতেনাতে ধরব বলে রেডি হয়ে আছি ,সেদিন কোনো ফিসফাস আওয়াজ নেই। মনে মনে ভাবলাম বাপ কা বেটা।ওর বাবাও তো এভাবেই রাত জেগে আমার সঙ্গে প্রেম করতো।ছেলে ফোনে প্রেমালাপ করছে, বাবা পত্রে প্রেমালাপ করেছে।কেবল স্থান কাল পাত্র আলাদা। পরদিন রাত্রে ছেলে জানালো ওর গ্রুপ স্টাডি আছে তাই ওর শুতে দেরি হবে। ছেলের দিকে তাকিয়ে নিজেদের যৌবনের ফ্ল্যাশব্যাকে ফিরেগেলাম।তখন কলেজে পড়ি।লুকিয়ে চুরিয়ে প্রেম করছি।বাবার কাছে ধরা পড়ে যাওয়ার ভয়ে মিথ্যে কথাবলে কতকিছু ম্যানেজ করেছি।কলেজ ডুব দিয়ে সিনেমা দেখা,ময়দানে গিয়ে গড়ের মাঠে প্রেম করা। কি না করেছি!! আর এখন ছেলে করলেই আপত্তি!!!!! ছেলেকেও খোলা আকাশে ডানা মেলতে দিলাম ।প্রথম যৌবনের নিষ্পাপ ভালোবাসার আনন্দ ভোগ করতে দিলাম ।বয়সের ধর্ম কে জোর করে দাবিয়ে কোনও লাভ নেই । যা সহজাত, তাকে রোধ করা যায় না। ছেলেকে বললাম মন দিয়ে স্টাডি কর আর সময়মত শুয়ে পড়বে। নিজের ম...