প্রিয় গ্রীষ্ম

 


প্রিয় গ্রীষ্ম


গরমকালে তো গরম লাগাটাই স্বাভাবিক তাই না।তবুও আমরা কি  গ--র--ম,কি  গ--র---ম করি।


অথচ দিব্যি কুল আছে পাড়ার চাঁদু।মোড়ের মাথায় চপ জিলিপির দোকানে সারাদিন গাধার খাটলি খেটে রাত্রিবেলা খোলা আকাশের নিচে ঘুমোচ্ছে। 

সদা হাস্যময় চাঁদু দোকানে আসার পর থেকেই  দোকান যেন আর ও রমরমিয়ে  চলছে।


এই গরমে নিজেকে এত কুল রাখো কি করে জিজ্ঞেস করলে

চাঁদুর সহজ উত্তর, বেশি ভাবি না,সব সময়ই যদি বলি খুব গরম,খুব গরম তবে গরম কি কমবে?উল্টে  কষ্ট আরও বাড়বে।


আমার তো মাথার উপর ছাদ নেই।তোমাদের মত ঠান্ডা ঘরও নেই অগত্যা গাছ তলার  ঠান্ডা হাওয়া।

ভোর বেলা কোকিলের ডাকে ঘুম ভাঙে।দারুন লাগে।সক্কাল সক্কাল চান করে দোকানের কাজে নেমে পড়ি।কোথায় গরম!!!!!     ওসব তোমরা ভাব।

চাঁদুর ঠান্ডা মাথায় কুল কুল ভাব দেখে গ্রীষ্মের গরম গরম বলা রোগ নিমেষে উধাও হয়ে যায়।

গরমে বিন্দাস আছি।গরমকাল জিন্দাবাদ।

সোমা গাঙ্গুলী

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

উরো চিঠি 💌

চুসি পিঠে

মোচার ডালনা