ক্ষণিকের স্বস্তি
কবিতা:
ক্ষণিকের স্বস্তি
গ্রীষ্মের দাবদহে প্রকৃতি যখন তপ্ত,
নদ নদী শুকিয়ে কাঠ, জলের
আশায় পক্ষিকুল ক্লান্ত,
তখন তুমি করুণাধারায় এসো।
সারাদিন ঝরো তুমি অঝোর ঝরে!
স্নিগ্ধ হবে বন্য প্রাণী, সিক্ত হব আমি,
সিক্ত হবে ধরিত্রী, আর হাসবেন অন্তর্যামী!
খিলখিলিয়ে হাসবে কলি, অঙ্কুরিত শস্য গুলি,
শান্ত হবে এই পৃথিবী বারির পরশ পেয়ে।
এক পশলা বৃষ্টি শেষে, রামধনু রঙ উঠবে হেসে।
মেঘ সরিয়ে উঠবে রবি সাত রঙা রঙ রাঙাতে।
আকাশ পানে চেয়ে রব কালবোশেখীর দোলাতে।
সোমা গাঙ্গুলী
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন