নিঃসঙ্গ জীবন
নিঃসঙ্গ জীবন
বিশাল বাড়ির এক কোণে খাটে বুড়ো বুড়ির ঠিকানা।নিঃসঙ্গ একাকীত্ব জীবন। পাড়াপড়শিরা খোঁজ নিয়ে যায়।প্রয়োজনে আসে ,কথা বলে চলে যায়।কাজের লোকের উপরই নির্ভরশীল। তারা খাবার খাইয়ে দেয়,ওষুধ দেয় ,বাথরুমে নিয়ে যায়,হুইল চেয়ারে এঘর ওঘর করে।কোনও কিছুর ত্রুটি রাখে না।
মানুষগুলোর অর্থের অভাব নেই, সেবার অভাব নেই----- অভাব শুধু মনের শান্তির। ঘোলাটে চোখ নোনা জলে ভিজে যায়। চলচ্ছক্তিহীন দুটি প্রাণ সন্তানদের দেখার আশায় বুক বেঁধে থাকে।
কখন সন্তানেরা তাদের কাছে আসবে,তাদের দেখবে এই আশাতেই তাদের দিন চলে যায়। কখনও কখনও সন্তানের দেওয়া মিথ্যা প্রতিশ্রুতি নিয়েই বেঁচে থাকে।
সন্তানদের নানান অজুহাত। তারা ভারি ব্যাস্ত। তারা মস্ত মানুষ। বাবা মা কে দেখার তাদের সময় নেই।
নিঃসঙ্গ একাকী জীবন বড় কষ্টের। বড় দুঃখের। সব থেকেও তাদের কিছুই নেই।
বৃদ্ধ বয়সে মানুষ খুব অসহায় হয়ে ওঠে।এই অসহায়তার সুযোগ নেয় তারই সন্তান।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন