বিকেলে ভোরের ফুল
বিকেলে ভোরের ফুল
বিমানের পাইলট গৌরব আমার ওপর তলায় থাকে। একজন কমবয়সী ভদ্র লোক ।কেবিন ব্যাগ নিয়ে প্রায়ই বিমানবন্দরের দিকে যেতে দেখি।সুদর্শন, সুঠাম চেহারার হাসিমুখ যুবকের সঙ্গে বাড়ির লিফ্টে উঠতে গিয়ে অনেকবার দেখা হয়েছে।হাই ,হেলো সুপ্রভাত জানানো ব্যাস এটুকুই কথা হয়।
দিল্লীর এয়ারপোর্ট অঞ্চলে থাকার জন্য আমাদের ফ্লাটে প্রচুর পাইলট,এয়ারহোস্টেস ভাড়া থাকতো।
একবার বিমান ধরতে এয়ারপোর্ট যাচ্ছি হঠাৎই সেই পাইলটের সাথে দেখা
একথা সেকথার পর একদিন বাড়িতে চা পানের নিমন্ত্রণ জানাই। ঠিক দিন দুয়েক বাদে হাতে ফুলের বুখে নিয়ে গৌরব আমার ফ্ল্যাটে হাজির।মনে হল ঘরেএকটা সুন্দর টাটকা বাতাস বয়ে এলো।মন খুশিতে ডগমগ করে উঠল। বহুদিন পর এমন ভালোলাগার মুহূর্ত খুঁজে পেলাম।
মেয়ে চাকরিসুত্রে বিদেশে থাকে দেশে আমি একা!!
জীবনের এক বিশেষ সন্ধিক্ষণে দাড়িয়ে আমি সঙ্গী খুঁজছিলাম। বয়স কে বুড়ো আঙুল দেখিয়ে পাইলটের সঙ্গ বেশ উপভোগ্য মনে হল।এরপর থেকে প্রায় প্রতিদিনই আমরা ডিনারে বাইরে যেতাম।
পড়ন্ত বেলায় এসে জীবন কে নতুন করে চিনছিলাম।সুন্দর মুহূর্ত গুলো উপভোগ করছিলাম।
পাইলট গৌরব একদিন জানায় সে প্রমোশন পেয়ে বিদেশ চলে যাচ্ছে, বুঝলাম আমাদের ভালোলাগার সম্পর্ক এখানেই শেষ ।
বিকেলের পড়ন্ত আলোয় ভোরের টাকটা বাতাস এসে অগোছালো জীবনে ফুল ফুটিয়েছিল পাইলট গৌরব।
সোমা গাঙ্গুলী
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন