খেজুর গুড়ের পায়েস

 খেজুর গুড়ের পায়েস 

নতুন চাল

খেজুর গুড়

দুধ

শুকনো ফল।


এক কেজি দুধ জালে বসান। ডেড়সো নতুন চাল ধুয়ে  ঘি দিয়ে মাখুন। দুধ ফুটে গেলে চাল দিন। চাল সেদ্ধ ও ঘন হলে মাপ মত খেজুর গুড় দিন। সব শেষে শুকনো ফল দিন।  পায়েস ঘন হয়ে এলে আরও একটু গুড় দিয়ে পায়েস পরিবেশন করুন। 

সোমা

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

উরো চিঠি 💌

চুসি পিঠে

মোচার ডালনা