সাবুর লুচি

 সাবুর লুচি 


সাবু 

আলু

আটা

নূন

ময়ান


সাবুর দানা গুড়ো করে নিতে হবে। সেদ্ধ আলু, সাবুর গুড়ো,আটা  নুন, ময়ান, জল দিয়ে ভালো করে মেখে লেচি করে লুচি বেলতে হবে। গরম সাদা তেলে সাবুর লুচি ভাজতে হবে। 

সোমা গাংগুলী

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

উরো চিঠি 💌

চুসি পিঠে

মোচার ডালনা