বিটের পুড়ি

 বিটের পুড়ি 


বিট 

ময়দা

তেল  

নুন

জুয়ান


বিট ধুয়ে  গ্রেটার করে গ্রেট করতে হবে। এতে একে একে ময়দা, নুন,  জুয়ান,  তেল মিশিয়ে ভাল করে  মাখতে  হবে।

লই কেটে লুচি বেলে  গরম  সাদা তেলে  ভাজতে  হবে। তৈরী হয়ে গেল  বিট পুড়ি। 

সোমা গাংগুলী

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

উরো চিঠি 💌

চুসি পিঠে

মোচার ডালনা