পোস্টগুলি

অক্টোবর, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সুজি নিমকি

  সুজি নিমকি সুজি   নুন  ময়ান  কালো জিরে তেল সুজি গরম জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে মাখতে হবে। এই সময় নুন, ময়ান মিশিয়ে আধ ঘণ্টা রাখতে হবে। কড়াইতে তেল গরম করে তাতে সুজির মণ্ড থেকে লেচি কেটে নিমকি করে ভালো করে ভেজে তুলে নিন। মচমচে নিমকি তৈরী। সোমা