কড়াই সুটির কচুরি
কড়াই সুটির কচুরি
কড়াই বা মটর সুটি
আদা
লঙকা
নুন
তেল
চিনি
হিং
ময়দা
দই
প্রথমে মটর গুলো ছাড়িয়ে আদা নুন চিনি ও লঙকা দিয়ে পেস্ট করুন। এদিকে ময়দা দই নুন ও ময়ান দিয়ে ঠেসে মাখুন। কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে মটরের পেস্টটা ভেজে পুর তৈরী করুন। হিং দেবেন পুরে। এরপর লেচি কেটে লুচি বেলে পুর ভরে বেলুন।কড়াই সাদা তেল গরম হলে কচুরি ভেজে তুলুন।
সোমা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন