মাখানা সালাড

মাখানা সালাড


কি কি লাগবে।


পেঁয়াজ 

টমেটো

শষা

লেবু 

ধনেপাতা

সেদ্ধ কাবুলি চানা

নুন

বিট লবন 

চাট মশলা

মাখানা


প্রণালী 


একটি বড় বোলে  পরিমাণ মত পেঁয়াজ কুচো, টমেটো কুচো,শষা কুচো ,কাবুলি চানা,ধনেপাতা কুচোনো,নুন,বিট লবন, লেবুর রস  দিয়ে একসাথে ভালোকরে মিশিয়ে নিন। এরপর রোস্ট করা মাখানা এবং চাট মশলা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন মাখানা সালাড।


সোমা গাঙ্গুলী 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

উরো চিঠি 💌

চুসি পিঠে

মোচার ডালনা