পাকা কলার কাটলেট

পাকা কলার কাটলেট


উপকরণ-

পাকা কলা -2 টা

আটা          - 2চামচ

সুজি            -2চামচ

বেসন            -2 চামচ

চালের আটা   -2 চামচ

গুড় - 2 চামচ 

নুন - এক চিমটি

চিড়ে- এক বাটি

জুয়ান-  স্বাদ মত

সাদা তেল ।


একটি বড় পাত্রে কলা ভালো করে চটকে নিন।একে একে আটা,সুজি,বেসন ,চালের আটা ,নুন,গুড় ,জুয়ান  কলার সাথে মিশিয়ে একটা মণ্ড তৈরী করুন।


কড়াই বসিয়ে তেল গরম করুন।মন্ডর থেকে কাটলেট গড়ে চিড়ের কোটিং  দিয়ে কাটলেট তেলে ভেজে তুলুন।  আঁচ কম করে ভাজবেন । কাটলেট  বেশ মুচমুচে হবে।


সোমা গাঙ্গুলী


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

উরো চিঠি 💌

চুসি পিঠে

মোচার ডালনা