একগোছা রজনীগন্ধা
একগোছা রজনীগন্ধা
সেদিন সকালটা ছিল ভারি মিষ্টি।ডোর বেল বাজতেই খুলে দেখি একগোছা রজনীগন্ধা হাতে নিয়ে আমার স্বামী দাঁড়িয়ে ।বিয়ের প্রথম বছরের বিবাহ - বার্ষিকীর দিনটা এভাবেই শুরু হয়েছিল।
রজনীগন্ধার মন মাতানো গন্ধ সেই মুহূর্তটিকে আমার জীবনে এক বিশেষ বার্তা নিয়ে এসেছিল।রজনীগন্ধার সুবাস আমার নেশাতুর মনকে নাড়িয়ে দিয়েছিল।
-রজনীগন্ধা আমার প্রথম প্রেম, প্রথম যৌবনের হাতছানি,আমার প্রথম ভালোবাসা!
-রেস্টুরেন্টে ডেটিংর জন্য একজনের অপেক্ষায় বসে আছি। কিছুক্ষন পর একটি সুন্দর চেহারার যুবক একগুচ্ছ রজনীগন্ধা ফুল নিয়ে এসে আমার সামনে হাজির ।
সেদিন প্রেমিক আর রজনীগন্ধার মোহময়ী রুপ ও মনমাতানো সুগন্ধে দুটি মনকে নিবিড় বন্ধনে আবদ্ধ করেছিল।
শুভ্র বসনা আদুরে আহ্লাদি রজনীগন্ধার সুবাস পেলে আমার আবেগপ্রবন মন নস্টালজিক হয়ে পড়ে। প্রথম প্রেমের শিহরণ জাগানো অনুভূতি রজনীগন্ধার সুগন্ধের মধ্যেই খুঁজে পাই ।
তাই তো রজনীগন্ধা ফুল আমার খুব প্রিয়।
বসন্তময় রজনীগন্ধা
তোমার প্রেমে আজই ;
ঘর বেঁধেছি ভালোবেসে
ওগো নিশি প্রেমী, সুবাস ছড়াও
নেশাতুর এই মনে;
শুভ্র বসনা আদরিনি
ওগো সাধের রজনীগন্ধা।
সোমা গাঙ্গুলী
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন