মেলার প্রেম
মেলার প্রেম
বন্ধুদের সঙ্গে রথের মেলা গেছি।কলেজ ডুব মেরে রথের মেলায় ঘুরছি আর একবার করে এদিক ওদিক ঘুরে দেখছি পাড়ার কেউ আসে নি তো!!!
মায়ের কাছে খবর গেলেই তো বেলনা দিয়ে মার খাব।ভয়ে ভয়ে কি আর মেলা ঘোরা হয়?
দোকানে খেতে ঢুকেছি, দেখি একদল ছেলে দোকানে বসে আছে।আমি হাফ প্লেট চিকেন চাউ অর্ডার করেছি।ওমা ,একটা হিরো গোছের ছেলেও হাফ প্লেট চিকেন চাউ অর্ডার দিল।
যা অর্ডার করছি ওরা সেটাই অর্ডার দিচ্ছে,ব্যাপার টা সুবিধার নয় দেখে , হচ্ছে টা কি? বলে চিৎকার করেছি ।সেই ছেলেটি বলে উঠল
প্রেম।সাহস করে এগিয়ে যেতেই ছেলেটি লাভ এট ফার্স্ট সাইট গোছের তাকালো।
এগিয়ে গিয়ে বললাম, দোকানে চিকেন চাউ ছাড়াও অনেক কিছুই পাওয়া যায়-------।
ছেলেটি আরও কাছে এসে বলল চিকেন চাউ আমার খুব প্রিয়------।
দোকানি কি বুঝলো কে জানে, ফুল প্লেট চিকেন চাউমিন এনে বলল খাবার ব্যাপারে যখন এত্ত মিল তখন দুজনেই ভাগ করে খাও। ঝগড়া করতে হবে নি। হে হে হে।
সোমা গাঙ্গুলী
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন