মিলনের উৎসব

মিলনের উৎসব - দুর্গা পুজো আসতে মাত্র আর কয়েকটা দিন বাকি।মুখার্জি বাড়ির দুর্গোৎসব এবছরে সুবর্ণ জয়ন্তী পালিত হবে। -৫০ বছরের পুরানো দুর্গোৎসব কে ঘিরে বাড়ির লোকজনের আনন্দের সীমা নেই। -বছরভর অপেক্ষার পর মা উমা মর্তে আসছেন। তাই দুর দুরান্ত থেকে সব আত্মীয়দের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। বাড়ির কর্তামশাই দোর্দন্ড প্রতাপ শশধর মুখার্জি এখন সদাব্যস্ত । তার হুকুম মত পুজোর কটাদিন গোটা বাড়ি আলোর মালাতে সেজে উঠেছে।মায়ের চারদিনের ভোগের বিশেষ আয়োজন - নারকোল সন্দেশ,ভাপা সন্দেশ, ভাজাভুজি ,লুচি পোলাও পায়েস আরও হরেক রকম ভোগের বন্দোবস্ত করা হয়েছে। গোটা গ্রামে খুশির হাওয়া!!! তারা পুজোর কটা দিন পাত পেড়ে ভোজ খাবে।মুখার্জি বাড়ির ঐতিহ্য বাহি দুর্গাপুজো বলে কথা। -- আকাশে বাতাসে আগমনির সুর শোনা যাচ্ছে!!!! শরৎের আকাশে পেঁজাতুলোর আনাগোনা আর কাশ্ ফুলের গন্ধে সারা বাংলা ম্ ম্ করছে। বিদেশ থেকে ছেলে তার পরিবার নিয়ে এসে গেছে।মেয়ের আসা নিয়ে কর্তা মশাই চিন্তিত। ঘরের মেয়ে এলে তবেই তো আনন্দ উৎসবের ষোলআনাই পূর্ণ হবে।...